
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডেন দেখলো গোলাপি বলে বিরাট এবং সামির দৈরথ । সামি প্রথম ডেলিভারি তেই বুজিয়ে দিলেন গোলাপি বলে গোধূলি লগ্নে তাকে সামলানো খুব একটা সহজ কাজ হবে না । সামি ছাড়া অন্য বোলার রা নেটে অধিনায়ক কে একবার ও পরাস্থ করতে পারেনি । গোলাপি বলের সাথে অভ্যস্থ হতেই বিরাটের এই কঠোর অনুশীলন । তিনি গোলাপি বলে স্পিনার দের ও মোকাবিলা করেন । তবে বেশি জোর দেন স্লিপ অঞ্চলের ক্যাচ প্র্যাক্টিসের উপর ।