খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহারাষ্ট্রের এনসিপি নেতা শারদ পাওয়ার কংগ্রেস ত্যাগ করার পরে এনসিপি তৈরী করে অনেক কষ্টে মহারাষ্ট্রে নিজের দল কে দাঁড় করিয়েছেন । তার ভাই অজিত পাওয়ার আজ সকালে তাকে এত বড় একটা ধাক্কা দিয়েছেন যা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি । অজিত পাওয়ার দাবি করছেন ৩০ জন এনসিপি বিধায়ক তার সঙ্গে আছেন । উল্টে দিকে শারদ পাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন দেবেন্দ্র ফরানবিশ বিধানসভার ফ্লোরে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমান করুক অজিতের সাথে কজন আছে তখন বোঝা যাবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...