খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার সকালে সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র বিধানসভা নিয়ে যে মামলা দায়ের করা হয়েছে তার শুনানি হবে । রবিবার সকালে মহারাষ্ট্র মামলায় সর্বোচ্চ আদালতের তিন বিচারপতির বেঞ্চ সব পক্ষ কে নোটিশ দিয়েছেন । দেবেন্দ্র ফরানবীশের তরফে রাজ্যপাল কে দেয়া সংখ্যা গরিষ্ঠতার চিঠি এবং রাজ্যপালের ফরানবিশ কে সরকার গঠন করতে আমন্ত্রনের চিঠি সব জমা দিতে হবে শীর্ষ আদালতে ।এখন অজিত পাওয়ার শেষ মুহূর্তে এনসিপিকে অটুট রেখে বিজেপি কে পূর্ণ সমর্থন করতে পারেন কিনা তার উপর ফরানবিশের ভাগ্য নির্ভর করছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...