খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ মহারাষ্ট্রে অনেক নাটকের পরে সন্ধ্যা ৬ টা নাগাদ শিবাজী পার্কে শপথ নেবেন শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে । উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এনসিপির জয়ন্ত পাটিল ।খুব সম্ভবত স্পিকার পদটি পেতে চলেছেন কংগ্রেসের পৃথ্বীরাজ চৌহান । আজ বাকি মন্ত্রী সভায় কে কি পদ পাবে তা ঠিক করতে ওয়াইবি চৌহান সেন্টারে বৈঠকে বসবেন উদ্ভব , এনসিপি প্রধান শারদ পাওয়ার ও কংগ্রেসের তরফে আহমেদ পটেল ও কেসি বেণুগোপাল ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...