খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারী ২০২০ পর্যন্ত ভোটার তালিকাতে সংশোধন ,সংযোজন ও বিয়োজনের কাজ চলবে । তার পরে খসড়া তালিকা প্রকাশ হবে আগামী ২০২০ সালের ১৭ ই জানুয়ারী । এর পরে রঙিন পিভিসির কার্ড পাবেন ভোটার রা । কমিশন সূত্রে জানা গিয়েছে এতে বেশ কিছু সুবিধা থাকবে ।প্রথমত প্রযুক্তির সুবিধা ,দ্বিতীয়ত বারকোড এবংঅদৃশ্য নম্বর থাকায় তা আরো বেশি নিরাপদ হচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...