খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ভারতীয় ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হলো । ম্যানচেস্টার সিটির সঙ্গে গাঁটছাড়া বাঁধলেন নীতা আম্বানির মুম্বাই সিটি এফসি । ভারতীয় ফুটবলে উন্নতি করার লক্ষে মুম্বাই সিটির ৬৫% অংশীদারিত্ব কিনছেন মুম্বাই সিটি । একই পদ্ধতিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে ক্লাব কিনেছি । উচ্ছসিত মুম্বাই সিটির গোল রক্ষক অমরেন্দ্র সিংহ গতকাল কোলকাতাতে সাংবাদিকদের বলেন “এই চুক্তির ফলে মুম্বাই সিটি নয় ভারতীয় ফুটবল সামগ্রিক ভাবে এগিয়ে যাবে “।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...