খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডিএ ,বদলি সহ নানা সমস্যার কথা জানাতে রাজ্যপাল জগদ্বীপ ধনকরের সঙ্গে দেখা করলো পশ্চিমবঙ্গ রাজ্যসরকারী কর্মচারী উনিয়ন ও এসোসিয়েশনের স্টিয়ারিং কমিটি । সংগঠনের সাধারণ সম্পাদক সঙ্কেত চক্রবর্তী জানান ,বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতৃত্ব কে যখন তখন বদলি করে দিচ্ছে রাজ্য সরকার । কাজের জায়গায় কর্মচারীরা নিরাপত্তার অভাব বোধ করছেন ।সব বিষয়গুলি রাজ্যপাল কে জানিয়েছেন তারা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...