লটারির মাধ্যমে ভর্তির বিজ্ঞপ্তি দিলো স্কুল শিক্ষা দফতর

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : অবশেষে  সরকারি স্কুলে  প্রাকপ্রাথমিক থেকে  অষ্টম শ্রেণী  পর্যন্ত  লটারির  মাধ্যমে  ভর্তির বিজ্ঞপ্তি দিলো  স্কুল শিক্ষা  দফতর । বিজ্ঞপ্তিতে  বলা  হয়েছে  স্কুল গুলি ২-৯ ডিসেম্বর  লটারির  ফর্ম  বিলি করতে পারবে । লটারি করতে হবে ১১ থেকে  ১৬ ডিসেম্বরের  মধ্যে ।স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  বলেন শিক্ষামন্ত্রীকে দ্রুত  বিজ্ঞপ্তি  প্রকাশের জন্য আবেদন জানিয়েছিলাম  তবে অনেক দেরি করে  হলেও  বিজ্ঞপ্তি প্রকাশ হলো ।