খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিজেপির অন্দরমহলে কালিয়াগঞ্জ কেন্দ্রে লোকসভা ভোটে ৫৭ হাজার ভোটে এগিয়ে থাকা প্রার্থী ,কি ভাবে ২৪০০ ভোটে হেরে গেলো সেই নিয়ে বড় সোর্ প্রশ্ন ছিন্ন উঠে আসে ।রাজনৈতিক কাটা ছেড়ার পরে প্রাথমিক তদন্তে দেখা যায় বিজেপির একটা বড় অংশের মধ্যে আত্মতুষ্টি তৈরী হয়েছিল , ২৭০ টি বুথের মধ্যে ৩০ টি বুথে বিজেপির কোন বুথ কমিটি ছিলো না এই ছাড়াও এনআরসি আতঙ্ক দূর করতে ব্যর্থ হয়েছে বিজেপি এবং বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর উদাসীনতা এই জন্য দায়ী ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...