খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডেঙ্গিতে মৃত্যু হলো দীপক কুমার দাশ নামক এক প্রৌঢ়ের (৬৪) তার বাড়ি ব্যারাকপুরের তালপুকুরে । তিনি ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন গতকাল তার মৃত্যু হয় কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজে । তার মৃত্যুর কারণ হিসাবে হাসপাতালের ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে ডেঙ্গি এনএস ১ পসিটিভ । তালপুকুরের বাসিন্দারা এই নিয়ে চিন্তিত কারণ ঐখানে অনেকেই জ্বরে ভুগছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...