খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ৫ বছরে নরেন্দ্র মোদী সরকার রাষ্ট্রায়াত্ব সংস্থার বিলগ্নিকরণ করে ২.৭৯ লক্ষ্য কোটি টাকা রাজকোষে তুলেছে । মঙ্গলবার রাজ্য সভায় অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান ইউপিএ আমলে ১০ বছরে রাষ্ট্রায়াত্ব সংস্থা বিলগ্নিকরণ করে সরকারি কোষাগারে জমা পড়েছিল ১.০৭ লক্ষ্য কোটি টাকা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...