খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার রিসার্ভ ব্যাঙ্ক আর্থিক বৃদ্ধি নিয়ে তার আগের দেয়া ইঙ্গিত ৬.১% থেকে কমিয়ে করলো ৫%। তারা দাবি করে ভারতে ভোগ্যপণ্যের চাহিদা বাড়েনি , তাই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে । বাণিজ্যিক মহলের আশা ছিল এই দিন ও ফের সুদ (রেপো রেট ) কমাবে শীর্ষ ব্যাঙ্ক । কিন্তু রিসার্ভ ব্যাঙ্ক সুদ অপরিবর্তিতই রেখেছে । পেঁয়াজে সহ বিভিন্ন আনাজের অগ্নিমূল্যের জন্য উল্টো বাড়িয়েছে খুচরো মূল্যবৃদ্ধির পূর্বাভাস ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...