খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য টাস্ক ফোর্সের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কোলে জানান গতকাল লেক টাউনের একটি এবং বাগুইহাটির দুটি বাজারে আনাজের দাম খতিয়ে দেখতে গিয়েছিলো টাস্ক ফোর্সের সদস্য রা । তার দাবি তিনটি বাজারেই পেঁয়াজ বিক্রি হচ্ছিলো ৮০-১০০ টাকা কেজি দ্বরে । তিনি বলেন গতকাল রাজস্থান থেকে ৬ টি পেঁয়াজের দাম আসতে দাম সামান্য কিছু কমেছে । ডিসেম্বরের শেষে রাজ্যে চাষ হওয়া পেঁয়াজ বাজারে চলে আসবে ফলে দাম কমতে বাধ্য ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...