খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বর্ষশেষে সিডনির সাগর পারের আলোকসজ্জা বিশ্বের সমস্ত ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে আসছে যুগ যুগ ধরে । কিন্তু অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দাবানলের প্রকোপে পারদের মাত্রা হু হু করে বাড়ছে যা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড । সুদু নিউ সাউথ ওয়ালসেই নয় সিডনি এবং ভিক্টোরিয়া প্রদেশেও জারি হয়েছে জরুরি অবস্থা ,সরকারের তরফ থেকে সমস্থ পর্যটক দের বলা হয়েছে জঙ্গল লাগোয়া রাস্তা ঘাটে না যাওয়ার আগুনের গ্রাস এড়ানোর জন্য ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...