খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পিএমও অফিস সূত্রে জানা গিয়েছে আগামীকাল কলকাতা বিমানবন্দরে ৭ টা ৩০ মিনিটে অবতরণ করবে প্রধান মন্ত্রীর বিমান । বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাবেন কলকাতার মেয়র ফিরহাদ হেকিম । তারপরে তিনি হেলিকপ্টারে রেসকোর্স হয়ে রাজভবনে আসবেন তারপরে ওল্ড কারেন্সি বিলিডিংয়ে র একটি অনুষ্ঠানে যাবেন ,এবং সেইখান থেকে মিলেনিয়াম পার্কে হাওড়া ব্রিজের লাইট এন্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধন করতে । তার পরে নদী পথে যাবেন বেলুড় মঠে ,তারপরে রাজভবনে ফিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন । পরদিন সকাল ১১ টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষপূর্তির একই মঞ্চে উপস্থিত থাকবেন দুইজনে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...