খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ কলকাতার বিবাদী বাঘ অঞ্চলে ওল্ড কার্রেন্সি বিল্ডিংয়ের উদ্বোধনীর পরে প্রধানমন্ত্রী তার বক্তিতায় বলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের তিন নম্বর গ্যালারিটির নাম হবে বিপ্লবী ভারত । ওই গ্যালারিতে স্থান দেয়া হবে স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপলবীদের । সুভাষ বসু থেকে অরবিন্দ ঘোষ , ক্ষুদিরাম বসু থেকে বিনয় -বাদল -দীনেশ অগ্নিযুগের বিপ্লবীদের বর্ণময় সংগ্রামের ইতিহাস তুলে ধরা হবে ওই গ্যালারিতে । টাকশালে কয়েনের মিউজিয়াম হবে বলে তিনি জানান ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...