খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে মেঘের চাদর সরতেই শহরে হুড়মুড়িয়ে পারদ নামতে শুরু করেছে । দিন কয়েক আগে বৃষ্টির আবহাওয়াতে পারদ পৌঁছে গিয়েছে ১৫ ডিগ্রিতে আজ শনিবার সকাল থেকে সেটি নেমে এসেছে ১২ ডিগ্রিতে । আগামী ৪৮ ঘন্টা তে এই পারদের পতন ৪ ডিগ্রি অব্দি হতে পারে ,আগামী মঙ্গলবার অব্দি জাঁকিয়ে শীত থাকবে রাজ্যে,আগামী ২-৩ দিন রাজ্যে ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা রয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...