খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:তথ্য বিশ্লেষণের মাধ্যমে জি এস টি ফেরত পাওয়ার বড় তছরুপ ধরেছেন রাজস্ব দফতর। ১২০০ রফতানিকারী প্রায় ৩৫০ কোটি টাকা জি এস টি ফেরতের দাবি জানিয়েছিল। কিন্তু তাদের আদতে কোন হদিশ মেলেনি বলে জানান রাজস্ব দফতর।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...