খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:আসাম বাংলা ও উড়িষ্যা প্রদেশে দোল পূর্ণিমা বা দোল যাত্রা একটি প্রধান উৎসব হিসাবে পালিত হয়। এই উৎসবটি ভগবান কৃষ্ণ কে নিবেদন করা হয়। ঐ দিন কৃষ্ণকে নিবেদন করা হয়। ওই দিন ভগবান কৃষ্ণের মূর্ত্তিকে আবিরে রাঙানো হয় ও ভক্তি ভরে পূজা করা হয়। দোল যাত্রার পাল্কি করে ভগবান কৃষ্ণের আবির মাখা মূর্ত্তি নিয়ে শহর প্রদক্ষিণ করার প্রথা চালু আছে আছে এই সব রাজ্যে । সবই রঙিন বাহারী নতুন জামা কাপড় পরে এই যাত্রায় আবির ফুল ও মিষ্টি মুখ করে যাত্রায় সামিল হন।