নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নবান্নে মুখ্যসচিব ,স্বরাষ্ট্র সচিব সব রাজ্যের পুলিশের ডিজি সহ প্রশাসনিক কর্তাদের নিয়ে এবং সব জেলার স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে এক ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী ।সেইখানে তিনি বলেন চিকিৎসক ,নার্স ,অঙ্গনওয়াড়ি ,এম্বুলেন্স ,পুলিশ ,ওষুধ সরবরাহ কারী কর্মী ,স্বাস্থ্য পরিবারের সঙ্গে যুক্ত সকলের জন্য ১০ লক্ষ্য টাকা করিয়ে দেন বিনামূল্যে এর মেয়াদ ১৫ মে পর্যন্ত এই ছাড়াও তিনি বলেন আগামী ২ মাস সকলকে সতর্ক থাকতে হবে তাহলেই করোনা আমাদের ভয় পাবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...