খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক – আজ ১ লা এপ্রিল থেকে সারা ভারত জুড়ে জ্বালানির দাম বেড়ে গেলো লিটার প্রতি ১ টাকা । তার আগে যখন দাম কমেছিল কখনো ১০ পয়সা এবং কখনো ৫ পয়সা লিটারে আর গত ১৫ দিন তো দাম কম বা বৃদ্ধি কিছুই হয়নি । আজ কলকাতা তে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৩ টাকা ৩০ পয়সা পের্ লিটার ।বিশেষজ্ঞ মহল মনে করছে লকডাউনের জন্য সারা বিশ্বে যখন তেলের চাহিদা কম ,তখন কি করে দাম বাড়লো ? কেন্দ্রের শুল্কের হার যে ভাবে বেড়েছিল তার জেরেই এই বৃদ্ধি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...