খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাঙালি ব্যবসায়ীরা পয়লা বৈশাখের দিনটি পূর্ণতোয়া গঙ্গা ,ভাগীরথী অথবা উত্তরবঙ্গের তিস্তা বিভিন্ন নদীতে স্নান করে নিজেদের শুদ্ধ করে দোকানে দোকানে এসে লক্ষী ও গণেশের পুজো করে শুভ নববর্ষের সূচনা করে । এই দিন তারা নতুন খাতা উদ্বোধন করে যাকে হালখাতা বলা হয় । ওই হালখাতার প্রথম পাতা তেই শুভ স্বস্তিক ছিন্ন আঁকা থাকে । অনেক ব্যবসায়ীরাই হিন্দু দেব দেবীর ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরী করে মিষ্টির বাক্স সহ তা গ্রাহকদের মধ্যে বিতরণ করে ।স্কুল কলেজেও এই দিন অনেক ছোট ছোট ছেলেমেয়েরা প্রভাত ফেরি করে নববর্ষ কে আহোভান জানিয়ে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...