খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু লকডাউন তুলতে গেলে অন্তত ছয়টি বিষয় যেন মাথায় রাখে করোনা আক্রান্ত দেশগুলি ১) সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে ২)স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো এমন জায়গায় থাকবে যে সংক্রমণ হলেও চিকিৎসা করা যাবে আক্রান্ত দের ৩) হাসপাতাল অথবা নার্সিংহোম গুলিতে সংক্রমণ ঠেকানোর ব্যবস্থা থাকবে ৪) স্কুল অথবা অফিসের মত জায়গায় করোনা প্রতিরোধ করার মত পরিকাঠামো থাকবে ৫) কঠিন পরিস্থিতি হলে তা সামাল দেয়ার মত ব্যবস্থা থাকবে ৬) নতুন স্বাস্থ্য বিধি সম্মন্ধে সচেতন থাকতে হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...