খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সারা দেশ জুড়ে লকডাউন চলবে আগামী ৩ মে অব্দি তারই মধ্যে আগামী ২৩ সে এপ্রিল শুরু হচ্ছে রমজান । তাই ঘরে থেকেই প্রার্থনা করার জন্য দেশবাসি কে আহবান জানালেন জাভেদ আখতার ও শাবানা আজমী । শাবানা নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেন এবং বার্তা দেন মানুষকে বাইরে না বেরোনোর এবং রমজানের প্রার্থনা যেন ঘরেই মধ্যেই করেন ।জাভেদ আখতার আবেদন করেছেন এই কঠিন সময়ে যেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর উপরে যেন হামলা না হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...