খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিধাননগর পুর ভবনে পেশ করা হলো ২০২০-২১ অর্থবর্ষের বাজেট ।বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান বাজেটে বরাদ্দ করা হয়েছে ৩,৯০,০০০০০ টাকা ।তিনি বলেন এই টাকার মধ্যে বেশি জোর দেয়া হবে বিপর্য্যয় মোকাবিলা গাছ কাটা এবং গাছ চাটাইয়ের উপরে ।পাশাপাশি তিনি বলেন করোনা মোকাবিলার জন্য মাস্ক ,জীবাণুনাশক থেকে শুরু করে যন্ত্রপাতি এবং কর্মীদের পোশাক কেনার উপরেও জোর দেয়া হয়েছে সূত্রের খবর ৪৮লক্ষ্য ৩৪ ,০০০ উদ্বৃত বাজেট পেশ করা হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...