খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:তেলেগু ছবি ” হিট ” এর হিন্দি রিমেক করবেন পরিচালক শৈলেশ কোলানু । ছবিটি প্রযোজনা করবেন কুলদীপ ও রাজু রাঠোর। পরিচালক বলেন রাজকুমার রায় এর তিনি ফ্যান। তাই অনেক দিনের ইচ্ছা ছিল রাজকুমার রাও এর সাথে ছবি করার। এই ছবিতে রাজকুমার রায় এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। অভিনেতা বলেন ছবিটি নিয়ে তিনি খুব আশাবাদী কেননা এই প্রথম তিনি কোন ” পুলিশ অফিসার ” এর চরিত্র এ অভিনয় করবেন। আসা করা যায় আগামী বৎসর এই ছবিটির শুটিং শুরু হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...