রাখি পূর্ণিমা এবং জয় সন্তোষী মা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র জয় সন্তোষী মা (১৯৭৫) রাখি সংক্রান্ত একটি গল্পে বলা হয়েছে রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি  রাখি বেঁধে দেন ।এতে গণেশের দুই ছেলে শুভ এবং লাভ  এদের হিংসা হয় ।তাদের কোনো বোন ছিল না  তারা বাবার কাছে একটি বোনের  বায়না ধরে ।গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন  থেকে একটি কন্যার জন্ম দেন ,এই দিব্য আগুনে  জন্ম নেওয়া  মেয়েটি হলেন গণেশের মেয়ে আমাদের সকলের প্রিয় সন্তোষী মা । তার পরে  সন্তোষী  মা শুভ  এবং লাভের জন্য  তাদের হাতে রাখি বেঁধে  দেন ।