সিপিএলের টিম ক্যাপ্টেন এবং সংক্ষিপ্ত ইতিহাস

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : এইবার  সিপিএল টি ২০ ফরম্যাট য়ের  ছয়টি দল  অংশগ্রহণ করবে এবং তাদের ক্যাপ্টেন রা হলো যথা ক্রমে  ১)বার্বাডোজ  ট্রাইডেন্ট ক্যাপ্টেন জেসন হোল্ডার  ২) গায়না  আমাজন ওয়ারিয়র্স  (ক্যাপ্টেন-শিমরণ  হেটমেয়ার ) ৩) জ্যামাইকা তালোয়ার্স (ক্যাপ্টেন রভমান  পাভেল ) ৪) সেন্ট  লুসিয়া  জোকস (ক্যাপ্টেন ড্যারেন সামি ) ৫)সেন্ট  কিটস  এন্ড নাভিস প্যাট্রিয়ট  (ক্যাপ্টেন রায়াদ  এনরিড ) ৬) ত্রিনবাগো  নাইট  রাইডার্স  (ক্যাপ্টেন -কাইরন  পোলার্ড )।