খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আলিপুরদুয়ার জেলার গোপালপুর চা বাগানের নিকাশীনালায় একটি ছয় মাস বয়সী হস্তিশাবক পড়ে যায়। তার মা ও দলের অন্যান্যরা শিশুটিকে তোলার অনেক চেষ্টা করে। কিন্তু তাদের পায়ের চাপে নালার পাশের মাটি ভেঙে বাচ্চাটির উপর পড়ে। মাটির তলায় চাপা পড়ে বাচ্চাটির মৃত্যু হয়। এখানে প্রায় প্রতিদিন রাতেই হাতির পাল বন থেকে বেরিয়ে চা বাগানে চলে আসে। জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষক দূরদর্শন রায় শনিবারই মৃত শাবকটির ময়না তদন্ত করা হয়েছে বলে জানান।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...