খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার অনেক বাড়িতেই দেবী মনসার আরাধনা করা হবে। প্রস্তুতিও শুরু করেছেন বাড়ির গৃহিণীরা। হলদিবাড়ি শহরের ধর্মশালা রোডের দুই ধারে মৃৎশিল্পীরা প্রতিমা নিয়ে বসে আছে কিন্তু বিক্রী কম। লাভ তো হবেই না, প্রতিমা তৈরীর খরচই উঠবে না। শহরে করোনা বৃদ্ধি পাওয়াতে মানুষ খুব প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না। লোকে পুরোহিতদের ঘরে ডাকতেও ভয় পাচ্ছে। নিজেরাই কোনোরকম করে পুজো করবেন। বাইরের লোকদেরও বেশী বলছেন না। তাই অতিরিক্ত বাজার করার দরকার হয়নি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...