খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :করোনার কারণে ভিটামিন সি ওষুধের চাহিদা মারাত্মক বেড়ে গেছে। কলকাতায় পাইকারী ওষুধের বাজারে এক একটি দোকানে আধ ঘন্টায় ১৫-১৮ হাজার ট্যাবলেট বিক্রী হচ্ছে। তবে করোনা আতঙ্কে স্বাস্থ্য বিধি মেনে চলায় ও পরিষ্কার পরিছন্ন থাকায় পরামর্শ ছাত্বকের ওষুধ বিক্রী তলানিতে। কাশির সিরাপের্ বিক্রী তথৈবচ। মেডিসিনের ডাক্তাররা বলছেন কড়া ভিটামিন ওষুধ খাবেন না। সুষম খাবার খান। তাহলেই শরীরে ভিটামিনের যোগান হয়ে যাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...