খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সমস্তরকম সবজির দাম ক্রমে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ডালখোলা শহর ও গ্রামের দুই জায়গাতেই সবজি অগ্নিমূল্য। সব থেকে সমস্যা আলুর দাম যা ৩০ টাকা কিলো। এছাড়া পটল ৫০-৬০ টাকা, উচ্ছে ৪০-৫০ টাকা, ঝিঙা ৫০টাকা, কুমড়া ৩০টাকা, কাঁচা লঙ্কা ১০০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি চাষিরা বলছেন নীচু জমিতে জল জমায় সব গাছ নষ্ট হয়ে গেছে। ফলে জোগান কম। তাই দাম বেড়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...