খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: পুন্ডিবাড়ি – ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কে কোচবিহার থেকে আগত একটি মালবাহী গাড়ি মঙ্গলবার ভোরে একটি হোটেলে ধাক্কা মারে। হোটেল মালিক সাধন বর্মন তখন ভিতরে ঘুমাচ্ছিলেন। শব্দ পেয়ে, আশেপাশের লোকজন ছুটে আসে। কোনো হতাহতের খবর নেই। হোটেলের বারান্দার ক্ষতি হয়েছে। ঘোকসাডাঙার পুলিশ তদন্তে নেমেছে এবং গাড়িটি আটক করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...