খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :করোনাতে আক্রান্ত এক ব্যক্তি সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদন করেছিলেন। তিনি ধূপগুড়ি পুরসভার ৫ নং ওয়ার্ডে থাকেন।রোজগার না থাকায় তার ওষুধ খাবার জল জোগাড় হচ্ছিল না। তাঁর পরিবারের ৫সদস্যেরও খাবার ,জল এবং ওষুধের প্রয়োজন ছিল। এদিন পুরসভা থেকে চাল ডাল জল পৌঁছে দেওয়া হয়। উপ পুরপ্রধান জানান আবেদন করা মাত্রই জিনিষ পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামী দিনেও তা দেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...