খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ফালাকাটা চরতোর্ষা নদীতে মাছের আকাল দেখা দিয়েছে। এই বর্ষাতেও মাছ পাওয়া যাচ্ছে না। স্থানীয় মানুষ বলেন নদীর উৎপত্তিস্থল ভুটান পাহাড়ে জলে ডলোমাইট মিশে যাওয়ায় মাছের আকাল দেখা দিয়েছে । কয়েক হাজার মৎস্যজীবীদের মধ্যে কেউ অন্য্ নদীতে মাছ ধরছেন।আবার অনেকে দিনমজুরী করে বা টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন। অন্যান্যবার এই নদীতে মাছের পোনা ছাড়া হয় কিন্তু এবার এখনো ছাড়া হয়নি। ব্লক মৎস্য আধিকারিক জানান সরকারি নির্দেশ এলেই মাছ ছাড়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...