খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মালতীপুরে একটি নতুন থানার দাবি দীর্ঘদিনের। মালদা জেলা পুলিশও চাঁচল থানাকে ভেঙে আরেকটি নতুন থানার প্রস্তাব দিয়েছে। বিরাট অংশ চাঁচল থানার অধীনে থাকায় পুলিশের ও কাজ করতে অসুবিধা হয়। পুলিশের কর্তাব্যক্তিরা নতুন থানার জন্য মালতীপুরে জমিও দেখে রেখেছেন। এস ডি পি ও সজল কান্তি বিশ্বাস বলেন প্রস্তাব ঊর্ধতন কর্তৃপক্ষকের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে জমি ঠিক করে নতুন থানা তৈরীর কাজ শুরু হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...