খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :নাগরাকাটার নয়া সইলি চা বাগানের শ্রমিকেরা বাকি থাকা গ্রাচুইটি ও প্রভিডেন্ড ফান্ড পাওয়ার জন্য আন্দোলন শুরু করেছেন। সমস্ত শ্রমিক সংগঠন একত্রিত হয়ে জয়েন্ট অ্যাকশন কমিটি তৈরি করে আন্দোলন শুরু করেছেন।চা বাগানের ম্যানেজার জানিয়েছেন যে শ্রমিকদের অভিযোগ ঠিক নয়। তবে কেন আন্দোলন হচ্ছে তা তারা বুঝতে পারছেন না। বি জে পি সি পি এম সহ সবাই এই আন্দোলনে যুক্ত হয়েছেন। আন্দোলনের নেতারা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস ও এই আন্দোলন সমর্থন করছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...