খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতে ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রকিকরা রেশনের জন্য কুপনের দাবিতে বিক্ষোভ দেখান। তাদের দাবি সত্তর তাদের কুপন দিতে হবে। পঞ্চায়েত প্রধান জানান কিছু শ্রমিক বি ডি ও র নির্দেশে হোম কোয়ারান্টিনে ছিলেন। তাদের নাম তালিকায় নেই। ফলে কুপন দেওয়া যায় নি। বি ডি ও জানান যারা কুপন পান নি তারা আবেদন জানালে বিষয়টি বিবেচনা করা হবে।
রাজ্য
নব রূপে সজ্জিত হতে চলেছে এসপ্লানেড চত্বর
এসপ্লানেড চত্বরে পরিবেশ দূষণ রুখতে পর্যাক্রমে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার কথা আদালত কে জানিয়েছেন ,রাজ্য সরকার ।মেট্রো সঙ্গে ১) নেওয়া পাড়া -দক্ষিনেশ্বর ২)...