খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভর্তির জন্য আলিপুরদুয়ার মহিলা কলেজে ১৩০০ জনেরও বেশি আবেদন জমা পড়েছে এবং আরো পড়বে।তাই সবাইকে ভর্তি করা যাবে না। ২০০৭ সালে স্থাপিত এই কলেজে কোনোবারই সব আসন পূর্ণ হয় না। কিন্তু করোনার জন্য এবার কেউ জেলার বাইরে যেতে চাইছেন না। গতবার প্রায় ৫০০জন ছাত্রী ভর্তি হয়েছিল। সাতটি অনার্স কোর্স ছাড়াও বি বি এ পাস কোর্সে মোট আসন ৭২০ টি। বিধায়ক জানালেন সমস্যা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আসন বৃদ্ধির আবেদন জানানো হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...