খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :২০১২ সালে এন বি এস টি সি’র জোড়াই ডিপো বন্ধ হয়ে যায়। ফলে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ও আলিপুরদুয়ার ২ ব্লকের বিভিন্ন জায়গায় আর আগের মতো সরকারি বাস চলাচল করে না। এর সঙ্গে বন্ধ হওয়া আর কয়েকটি ডিপো চালু হলেও জোড়াই ডিপো বন্ধই আছে। খবরে প্রকাশ জোড়াই ডিপো আলিপুরদুয়ার ডিপোর সঙ্গে যুক্ত করা হয়েছে। বারবার ডিপো চালুর দাবি জানালে চালুর আশ্বাস মেলে। কিন্তু ডিপো চালু হয়নি। নিগমের চেয়ারম্যান বোর্ড মিটিং’এ এব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...