খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :অসম বাংলা সীমান্তে বারবিশায় সড়কের একাংশ আবর্জনায় ভরে গিয়েছে। এক দল ব্যবসায়ী সমানে আবর্জনা ফেলে চলেছেন । ফলে দুর্গন্ধ ও দূষণ ভীষণ ভাবে ছড়াচ্ছে। সার্ভিস রোডের উপর বাজার বসায় দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। দুর্গন্ধে বাসিন্দাদের অবস্থা ভয়াবহ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টর বলেন এমন সমস্যা তার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রশানের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...