খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রকাশ্যে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করার অপরাধে বুধবার ৭ জনকে গ্রেপ্তার করে ছে মেখলিগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার ও ৭ জনকে ধরেছিলো পুলিশ। ফলে মাস্ক কেনার জন্য মানুষের মধ্যে তাড়াহুড়ো লেগে যায়। অনেকে রুমাল দিয়ে মুখ ঢেকে রাখেন। আগেই সংক্রমণ রুখতে সরকার অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলেছে এবং প্রচারও চালানো হয়েছে। তবে পুলিশ এখন কড়াকড়ি করছে। হলদিবাড়ির আই সি জানান লাগাতার অভিযান চলবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...