খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বুধবার ভোর তিনটা নাগাদ রাজগঞ্জের ফুলবাড়ীতে একটি সর্ষের তেলের কারখানায় আগুন লাগে। এখানে তেল প্যাকেজিং করা হত। খবর পেয়ে শিলিগুড়ি থেকে চারটি দমকলের ইঞ্জিন গিয়ে তৎপরতার সঙ্গে আগুন নেভায়। ঘটনাস্থালে নিউ জলপাইগুড়ি থানার পুলিশও পৌঁছায়। কারখানার মালিক এখানে থাকেন না। আগুনে প্রচুর ক্ষতি হয়েছে।আগুন লাগার কারণ জানা যায় নি। হতাহতের কোনো খবর নেই।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...