খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিন্নাগুড়ি হিন্দি হাই স্কুলের চারপাশে ২৪৬ মিটার সীমানা প্রাচীর তৈরীর কাজের শুভ সূচনা করলেন সাংসদ জন বারলা। এই কাজে মাদারীহাটের বিধায়ক তাঁর তহবিল থেকে ১৬লক্ষ ৬৪ হাজার টাকা এ কাজের জন্য মঞ্জুর করেছেন। এ কাজ শুরু হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসী সবাই খুশি ও আনন্দিত। আগামী ৬মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...