খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দাসপাড়া ও ঘিরনিগাঁও এলাকাবাসীর অভিযোগ ট্যাপ থাকলেও তারা পানীয় জল পাচ্ছেন না। প্রায় দুই দশক আগে জলপ্রকল্প চালু হয়েছিল। কিন্তু সংস্কার না হওয়ায় পাইপ ফেটে জল বেরিয়ে যাচ্ছে। মানুষ জল পাচ্ছে না। দপ্তরে জানালেও কোনো প্রতিকার হয়নি। যাদের সামর্থ আছে তারা জারে জল কিনে খাচ্ছেন। দপ্তরে খোঁজ নিয়ে জানা গেল জলপ্রকল্পের কাজের টেন্ডার ও ওয়ার্কঅর্ডার হয়ে গেছে। এক মাসের মধ্যে কাজ ও পরিষেবা চালু হয়ে যাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...