খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বছরে গতবারের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।ভারী বৃষ্টিতে নদীতে জলের চাপ বাড়ায় জলপাইগুড়ি ,কোচবিহার ,আলিপুরদুয়ার জেলাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এখনো বর্ষার প্রায় আড়াই মাস বাকী। এই ডিভিশনে প্রায় ৩০ টি দুর্বল বাঁধ রয়েছে যেগুলি সেচ দপ্তরের চিন্তার কারণ। চলতি বছরে স্পার ও বাঁধ গুলি মেরামতের জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং তা দিয়ে যতটা সম্ভব সংস্কার করা হয়েছে। বর্ষার পর আরো বড় করে সেগুলি মেরামতের পরিকল্পনা করা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...