খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দ্বিতীয় টি ২০ ক্রিকেটে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। অধিনায়ক অইন মর্গ্যান করেন ৩৩ বলে ৬৬ রান।তাঁর, মালান ও বেয়ারস্ট্রোক দাপটে ইংল্যান্ডের জয়ের রাস্তা সুগম হয়। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য হতে পারেনি।আসন্ন আইপিলে মর্গ্যান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে।ফলে তার পারফরম্যান্স কেকেআরের সমর্থকদের উজ্জীবিত করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...