খবর ঘন্টায় ঘন্টায়ওয়েবডেস্ককরোনা সংক্রমিতদের হাসপাতালে নেওয়ার জন্য রোগীর আত্মীয়দের খুবই কষ্ট হয়। অ্যাম্বুলেন্স না পাওয়ায় পুনেতে এই রকম একটি ঘটনায় অ্যাম্বুলেন্স থাকলেও চালক অসুস্থ। তখন যে ডাক্তার চিকিৎসা করছিলেন তিনি নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে রাত্রি প্রায় ২ টোর সময় রোগীকে বড় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে আসেন। রোগীর ছেলেরা বলেন ডাক্তার শুধু গাড়িই চালাননি বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে বেডের ব্যবস্থা করেছেন। তাদের বাবা আগের চেয়ে সুস্থ। এই ঋণ শোধ করা যাবে না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...