খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মেট্রো রেল চালানোর ছাড়পত্র দিলেও লোকাল ট্রেন চালানোর সবুজ সংকেত এখনো দেয়নি রেল। রেল যাত্রী পরিষেবা চালু করতে চায় কিন্তু প্রধান অন্তরায় প্লাটফর্মের যাত্রীসংখ্যা। রেল বোর্ডের চেয়ারম্যান প্লাটফর্মের টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করার প্রস্তাব দিয়েছেন। জানা যায় হাওড়া ডিভিশনে ২০ টি এবং শিয়ালদহ ডিভিশনে প্রায় ৩৫ টি ব্যস্ত স্টেশন আছে। দুই ডিভিশনে মোট ১ কোটি যাত্রী যাওয়া আসা করেন। শহরতলীর ট্রেনে ভিড় বাড়ায় হকারদের উপস্থিতি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...