খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক উন্নতির জন্য গ্রামীন উন্নয়ন কর্তৃপক্ষ জলপাইগুড়ি জেলার চারটি ব্লকে কাজ শুরু করেছে। ব্লকগুলি হল রাজগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং মাল। গোষ্ঠীগুলিকে প্রায় ৩লক্ষ টাকা করে দেওয়া হবে। মডেল হিসাবে এই চারটি ব্লককে ধরা হয়েছে। মাছ ,মৌমাছি পালন।,ফলফুলের চাষ ,টেলারিং ,কৃষি কাজ এর জন্য বিনিয়োগ করা হবে। এই জেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠী ২৮ হাজার ও গোষ্ঠী দ্বারা তৈরী মহাসংঘ ৮০ টি বর্তমান।
রাজ্য
নব রূপে সজ্জিত হতে চলেছে এসপ্লানেড চত্বর
এসপ্লানেড চত্বরে পরিবেশ দূষণ রুখতে পর্যাক্রমে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার কথা আদালত কে জানিয়েছেন ,রাজ্য সরকার ।মেট্রো সঙ্গে ১) নেওয়া পাড়া -দক্ষিনেশ্বর ২)...